মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্ব কে কী বলা হয়?
নোট
মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্ব কে বলা হয় দ্রাঘিমা।
লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত একটি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। একে মূল মধ্যরেখা বলা হয়। এর মান শূন্য। এটি পৃথিবীকে পূর্ব-পশ্চিম দুটি সমান ভাগে ভাগ করেছে