মূল মধ্য রেখা থেকে পৃথিবীর কোন দিকের অবস্থান জানা যায়?
নোট
মূল মধ্য রেখা থেকে পৃথিবীর পূর্ব-পশ্চিম দিকের অবস্থান জানা যায়।
মূল মধ্যরেখা হলো ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থার একটি মধ্যরেখা (দ্রাঘিমাংশের একটি রেখা), যাকে ০° দ্রাঘিমাংশ হিসেবে বিবেচনা করা হয়। মধ্যরেখা গুলোর অবস্থান মূল মধ্যরেখার সাপেক্ষে বিবেচনা করা হলে তাদের অবস্থানের ভিত্তিতে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ এই দুভাগে ভাগ করা যায়।