সমুদ্রের জলরাশি এবং আকাশ যে বৃত্ত রেখায় মিশে আছে তাকে কী বলে?
নোট
সমুদ্রের জলরাশি এবং আকাশ যে বৃত্ত রেখায় মিশে আছে তাকে দিগন্তরেখা বলে।
কোনো নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টিসীমার মধ্যে যে স্থানে আকাশ এবং ভূপৃষ্ঠ সংযোগের দরুণ যে বৃত্তচাপীয় কাল্পনিক আপেক্ষিক সীমারেখা সৃষ্টি হয় তাকে দিগন্তরেখা বলে।