সর্বপ্রথম পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা দেন কে?
নোট
সর্বপ্রথম পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা দেন ইউরি গ্যাগরিন।
ইউরি গ্যাগরিন ১৯৩৪ সালের ৯ই মার্চ জাটস্কের কাছে ক্লুসিনো গ্রামে (বর্তমানে রাশিয়ার মোলেনস্ক ওবলাস্ট) জন্মগ্রহণ করেন। তার সম্মানে ১৯৬৮ সালে নিকটস্থ জাটস্ক শহরের নাম পরিবর্তন করে তার নামানুসারে রাখার হয়।