বেরিং প্রণালীতে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রী বেঁকে টানা হয়েছে?
নোট
বেরিং প্রণালীতে আন্তর্জাতিক তারিখ রেখা ১২ ডিগ্রী বেঁকে টানা হয়েছে ।
আন্তর্জাতিক তারিখ রেখাটি উত্তর-পূর্ব অংশ আয়ালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দীপপুঞ্জ এর উপর দিয়ে গিয়েছে। স্থানীয় লোকদের বারের হিসাবের অসুবিধা দূর করার জন্য রাখাটিকে বেরিং প্রণালিতে ১২° পূর্ব, আয়লিউসিয়ান দীপপুঞ্জের কাছে ৭০° এবং ফিজি ও চ্যাথাম ১১° বেকে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে।যদি আন্তর্জাতিক তারিখরেখা বাকা না হইত তাহলে তা হয়তো অনেকের ঘরের উপর দিয়ে চলে যেত। ফলে অনেক মানুষ প্রচন্ড অসুবিধায় পড়তেন। এজন্য এ রেখাট বাঁকা।