NGO কী ধরনের প্রতিষ্ঠান ?
নোট
NGO এর পূর্ণরূপ হল, Non Government Organization। যেগুলো সরকারী প্রতিষ্ঠান তো নয়ই বরং সেই সকল প্রতিষ্ঠান যা কোনো লাভের আশায় প্রতিষ্ঠা করা হয়নি। সাধারণত, কোনো সম্মানিত ব্যক্তি সরকারী, ফাউন্ডেশন কিনবা অন্য কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সহযোগিতায় এগুলো প্রতিষ্ট লাভ করে. তবে কোনো কোনো NGO কোনো প্রকার ফান্ডিং ছাড়াই, নিজেদের ভলান্টিয়ার কার্যক্রমের মাধ্যমে টিকে থাকে। অর্থাৎ বলা যায়, NGO একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।