সমুদ্র ও উপকূলবর্তী নদীর জলরাশি নিয়মিত স্ফীত বা ফুলে ওঠাকে কী বলে?
নোট
সমুদ্র ও উপকূলবর্তী নদীর জলরাশি নিয়মিত স্ফীত বা ফুলে ওঠাকে জোয়ার বলে।
পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির (বিশেষ করে চাঁদের) প্রভাবে সমুদ্রপৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাঁটা (একত্রে জোয়ার-ভাটা) বলা হয়। জোয়ার-ভাটার ফলে সমুদ্রে যে তরঙ্গের সৃষ্টি হয়, তাকে জোয়ার তরঙ্গ বলে।