সেনাবাহিনীতে কোন শ্রেণির সংগঠন কাঠামো বিদ্যমান?
নোট
যে সংগঠনে দায়িত্ব ও ক্ষমতা উধ্বতন থেকে অধন্তন পর্যন্ত অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত সরলরেখার মত নিমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। সেনাবাহিনীতে দায়িত্ব ও ক্ষমতা উধ্বতন থেকে অধন্তন পর্যন্ত অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত সরলরেখার মত নিমে আসে তাই সেনাবাহিনীতে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান।