যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা কত?
নোট
যুক্তফ্রন্ট ৪ঠা ডিসেম্বর, ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম-এ-ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী দল নিয়ে গঠিত হয়। যুক্তফ্রন্ট পূর্ব বাংলার গণমানুষের আশা-আকাঙ্গা প্রতিফলিত করার জন্য ২১দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ২১দফার প্রথম ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদার দাবি। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি লাভ করে। শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করে। ৩ এপ্রিল, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে।