২০০৫ সালের শেষে আয়শা প্রিন্টিং প্রেসের দেনাদার হিসাবের জের ৮০,০০০ টাকা। ঐ বছর কু-ঋণের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৬,০০০ টাকা।
বছর শেষে দেনাদারের উপর ১০% হারে কু-ঋণ সঞ্চিতির ব্যবস্থা করা হলে লাভ-ক্ষতি হিসাবে চার্জ করতে হবে কত টাকা?