১৯৯৭ সনের জানুয়ারি মাসে মোট দেনাদার হিসাবের জের ছিল ১,৫০,০০০ টাকা। ১৯৯৩ সনে ২৫,০০০ টাকা কু-ঋণ হয়ে যায়। ১৯৯৩ সনের শেষে দেনাদারের উপর ১৫% হারে কু-ঋণ সঞ্চিতি রাখতে হবে।

এ ব্যাপারে ১৯৯৩ সনের মুনাফার বিপরীতে কত টাকা বাদ দিতে হবে?