মাসুদ ও মামুন দুইজন অংশীদার। ২০০৭ সালের জানুয়ারি মাসে তাদের মূলধনের পরিমাণ ছিল, ২০,০০০ ও ২২,৫০০ টাকা। ঐ বছর নীট মুনাফার (সমন্বয় করার পর) পরিমাণ দাঁড়ায় ১৮,০২০ টাকা। উক্ত বছরে মাসুদ ৮,০০০ ও মামুন ১০,০০০ টাকা বেতন পায়। এছাড়া প্রারম্ভিক মূলধনের উপর তারা ২৫% হারে সুদ পাবে। নীট মুনাফার তাদের মধ্যে সমান হারে ভাগ করা হবে।

বছর শেষে তাদের সমাপনী মূলধনের জের মাসুদ ও মামুন যথাক্রমে কত হবে?